পেটে ক্ষিদে নেই, পরণে আছে পোশাক
মাথার ওপর ডাবল লেয়ার ছাদও আছে
যেটা নেই সেটা— নিজে কিছু করে দেখাতে পারার তৃপ্তি
যুদ্ধ টার শেষ নেই, শুধু ইজরায়েল বা গাজা নয়
যুদ্ধটা চলছে প্রতিটা বেখেয়ালে পার করা মূহুর্তে
যুদ্ধটা চলবেও কারণ শান্তির কপোতের মুখের পাতাটা
খসে পড়েছে — গুহা ছেড়ে চাকা বেয়ে নগরের পথে
যুদ্ধ মানে জেতা নয়, যুদ্ধ মানে সন্ধি বা হারাও নয়
যুদ্ধের কুশিলবরা যুদ্ধটার মত অবিনশ্বর হয় না
দিনের শেষের সাময়িক যুদ্ধবিরতিতে খুচরো জেতা হারা
যুদ্ধটা চলতেই থাকবে তাই সন্তুষ্টিরা এখানে জমি পায় না
যুদ্ধে এগোনো আসল, আর তার থেকেও সত্যি, এগোতে হবেই
কুরুক্ষেত্রে জন্মানো শিশুরা রক্তস্নাত মায়ের স্তন্য পান করে
নিরস্ত্র শত্রুকে এক কোপে যুদ্ধটা জেতা না জেতার চয়েস
দিনের শেষে সব হিসেব বরাবর , যুদ্ধে আসল জেতা — বিচারে
যুদ্ধটা শুরু করলাম, নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার দিকে, জমানো রত্নপুরীর সিন্ধুক গুঁড়ো করে বানালাম মাটি, নিজের শিরদাঁড়া উপড়ে বানানো লাঙ্গলে শুরু করছি নতুন সবুজের স্বপ্ন … সহযোদ্ধারা পাশে থেকো ।
বিপ্লব দীর্ঘজীবি হোক !!!